বাবা-মা’র ইচ্ছে পূরণ : রাজবাড়ীতে হেলিকপ্টারে করে প্রবাসী ছেলের বিয়ে
- Update Time : ০৮:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৭৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
হেলিকপ্টারে করে ছেলের বিয়ে দিয়ে নতুন বউ বাড়ীতে আনার মাধ্যমে ১৭ বছর পূর্বের মনবাসনা পূরণ করলেন মা-বাবা। এবং হেলিকপ্টার থেকে নামার পর টম টম (ঘোড়া)’র গাড়িতে করে নববধুকে বাড়ীতে নেওয়া হয়।
বুধবার দুপুরে এমনি এক ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে।
এ সময় বরযাত্রী হিসাবে বরের সাথে ৬ জন এবং সড়ক পথে টম টম গাড়ি, মাইক্রোবাস ও মোটর সাইকেলে করে আরও ৯০ জন বরযাত্রী কনে বাড়ীতে যায়।
বর সৌদি আরব প্রবাসী ইউসুফ মিয়া রাজবাড়ীর বালিয়াকান্দি ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী ছমির মিয়ার ছেলে। এবং কনে ছামিয়া আক্তার একই ইউনিয়নের রাজধরপুর গ্রামের পুলিশে কর্মরত মোঃ সিরাজুল ইসলামের মেয়ে।
এদিকে হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়া ও নতুন বউ নিয়ে পুনরায় ফিরে আসা দেখতে ইসলামপুরের রামদিয়া হাই স্কুল মাঠে ভির করে বিয়ে বাড়ীর লোকজনসহ স্থানীয়রা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও চোখে পড়ে।
বরের বাবা ছমির মিয়া বলেন, ১৭ বছর আগে ছেলের ছুন্ন্যাতে খাৎনা দেবার সময় বলেছিলেন তাকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। আল্লাহ আজ তার মনের আশা পুরণ করেছে। দুপুর দেড়টার দিকে রামদিয়া স্কুল মাঠ থেকে ছেলেসহ ৬ জন হেলিকপ্টারে এবং ৯০ জন বরযাত্রী টম টম গাড়ি, মাইক্রোবাস ও মোটর সাইকেলে করে বিয়ে করাতে পাঠান। বিয়ের কাজ সম্পূর্ণ করে তারা সাড়ে ৩টার দিকে ফিরে আসে। এতে তিনি সহ এলাকাবাসীরা অনেক খুশি। পড়ে সেখান থেকে ছেলে ও নতুন বউকে ঢাকা থেকে ভাড়া করে আনা টম টম গাড়িতে বাড়ীতে নিয়ে যান।
বরের মা বলেন, তাদের এক ছেলে ও এক মেয়ে। খুব আশা ছিলো ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে দেবেন। সেই আশা পূরণ হয়েছে।
বর ইউসুফ মিয়া বলেন, তার খুব ভাল লাগছে। তার বাবার মনের আসা ছিলো। আজ তা পুরণ হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়