রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারদের বৈকালীন চেম্বার শুরু, দুই ঘন্টায় ৮ রোগী
- Update Time : ১১:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ৩০২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালে প্রথম বারের মত বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৬া পর্যন্ত শুরু হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বা বৈকালীন চেম্বার। এর মাধ্যমে বেসরকারী হাসপাতাল বা ক্লিনিকের মতই সরকারী হাসপাতালে ফি দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছেন রোগী ও তার স্বজনরা।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর হাসপাতাল সহ সারাদেশের ৫১টি সরকারী হাসপাতালে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।এদিকে উদ্বোধনের ২ ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও রাজবাড়ীর বৈকালীন চেম্বারে এসেছে মাত্র ৮ জন রোগী। এরমধ্যে ২ জন অর্থপেডিক ও ৬ জন শিশু রোগী। এ অবস্থায় অলস সময় পার করছেন চিকিৎস ও তার সহযোগীরা।
অপরদিকে পর্যাপ্ত প্রচার-প্রচারনার অভাবে রোগীর সংকট দেখা দিয়েছে বলে ধারনা সংশ্লিষ্টদের। এছাড়া উদ্বোধন উপলক্ষে রাজবাড়ীতে চোখে পড়ে নাই কোন আনুষ্ঠানিকতা।
হাসপাতাল সুত্রে জানাগেছে, প্রতিদিন ৩ জন করে ডাক্তার রোগী দেখবেন। কোন ডাক্তার কোন দিনে রোগী দেখবেন তার একটি তালিকা করা হয়েছে। এবং ডাক্তারদের ক্যাটাগরি অনুযায়ী সরকার ফি নির্ধারন করেছেন। এছাড়া এ সময় কোন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হলে হাসপাতালের প্যাথলোজি, এক্মরে ও আল্ট্রা বিভাগে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা আছে।
সালমা নামে এক শিশুর মা বলেন, হাসপাতালে এসে জেনেছেন এখানে প্রাইভেট ভাবে শিশু ডাক্তার বাচ্চাদের দেখছেন। যে কারণে তিনি তার বাচ্চাকে দেখাতে এসেছেন। হাসপাতালে যদি প্রাইভেট ভাবে সব ধরনের রোগী ডাক্তাররা দেখে তাহলে সবার জন্যই ভাল। আর এখানে কোন সিরিয়াল নাই। সরাসরি এসে ডাক্তারকে দেখাতে পারছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ হান্নান বলেন, প্রথম দিন শিশু ও অর্থপেডিক ডাক্তার রোগী দেখছেন। প্রচারনা অভাবে আজ রোগী হয় নাই। তবে শনিবার থেকে আশা করছেন রোগী হবে। এছাড়া আনুষ্ঠানিকতার কোন নির্দেশনা না থাকায় কোন আনুষ্ঠানিকতা করেন নাই। তাছারা স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহদোয়রা ব্যস্ত থাকায় আসতে পারেন নাই। তবে তারা উদ্বোধনের সময় জুমে সংযুক্ত ছিলেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন জানিয়েছেন, প্রাথমিক ভাবে রাজবাড়ী সদর হাসপাতালে এ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও শুরু করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়