রাজবাড়ীর ধুনচিতে চাঁদা না দেয়ায় বালু কাটা ড্রেজার ভাংচুরের অভিযোগ
- Update Time : ০৭:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ৩৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চাঁদা না পেয়ে রাজবাড়ী সদর উপজেলার ধুনচি এলাকায় একটি বালু কাটা ড্রেজার ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন, ক্ষতিগ্রস্থ ড্রেজার মালিক ও ব্রাক্ষনবাড়িয়া জেলার বানছারামপুর উপজেলার চর মানিকপুর গ্রামের আবু হানিফ মাষ্টারের ছেলে অলিউল্লাহ।
ওই অভিযোগে আসামি করা হয়েছে, রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর গ্রামের আক্কাস শেখের ছেলে শিমুল শেখ, জুলু ফকিরের ছেলে রমজান ফকির ও দবির মন্ডলের ছেলে নীবির মন্ডল।
মামলার এজাহারে বলা হয়েছে, বাদী চুক্তিতে জেলা শহরের ধুনচি গ্রামের জনৈক শহিদুল ও কোরবানের বালুর চাতালে তার ড্রেজার দিয়ে বালু কাটেন। সাম্প্রতি আসামিরা ওই বালুর চাতালে এসে ড্রেজার মালিক অলিউল্লাহের নিযুক্ত ড্রেজার চালককে বাঁধা প্রদান করে এবং চাঁদা দাবী করেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে পুনরায় আসামিরা প্রবেশ করে এবং চাঁদা দাবী করে। ওই ড্রেজার চালক চাঁদা দিতে অস্কীকার করায় আসামিরা ওই ড্রেজার ভাংচুর করার পাশাপাশি তেলের পাইপ কেটে দেয়, এতে তিন লাখ টাকার ক্ষতি হয়। ওই সময় চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান।
এদিকে, ঘটনার পর থেকেই ড্রেজার মালিক ও চালক অতংঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, অভিযোগটি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়