গোয়ালন্দে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- Update Time : ০৬:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ৭৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দোয়া, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২৮ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা,ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা ধরনের গান পরিবেশন করেন শিশু শিল্পী নিঝুম আক্তার, লুবনা হোসেন ও উপজেলা শিল্পকলা একাডেমির একঝাঁক শিল্পী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়