রাজবাড়ী’র বিএনপি নেতা বাবলু হত্যার মামলার রায়, বাচ্চু ও জকি’র মৃত্যুদন্ড ও যাবজ্জীবন ৫
- Update Time : ০৭:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ৩০৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ দশ বছর পর রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহবায়ক শামসুল আলম বাবলু হত্যার মামলার রায় ঘোষনা করা হয়েছে। সোমবার বিকালে ওই রায় ঘোষনা করেন, জেলা ও দায়রা জজ রুহুল আমিন।
রায়ে রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু এবং সানোয়ার হোসেন জকি নামে দুই জন আসামিকে মৃত্যুদন্ড এবং ইয়াকুব, রশিদ, রানা, শাহিন ও ফরহাদ হোসেন বাপ্পিসহ ৫ জনকে যাবজ্জীবন করাদন্ড প্রদান করা হয়। এ মামলায় ৪ জনকে খালাস প্রদান করা হয়। খালাসপ্রাপ্তরা হলো, আরিফ, খায়রু, আরিফ কুলি ও উজ্জল।
জানাগেছে, ২০১২ সালের ২৩ আগষ্ট রাতে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকায় জেলা যুবদলের সাবেক আহবায়ক শামসুল আলম বাবলুকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বাবলুর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ২৫ আগষ্ট রাজবাড়ী থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশীট প্রদান করে। চাজর্শীট ভুক্ত আসামিদের মধ্যে ইতোপূর্বে লালন নামে একজন ক্রাসফায়ারে মারা যায়। ওই মামলার দীর্ঘ স্বাক্ষ-প্রমাণ গ্রহণ শেষে এ রায় প্রদান করে আদালত।
রাজবাড়ী পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ উজীর আলী জানান, এ রায়ে তারা সন্তুষ্ট। দন্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি সানোয়ার হোসেন জকি এবং সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রানা ও ফরহাদ হোসেন বাপ্পি পলাতক রয়েছে।
আসামি পক্ষের আইনজীবি নিজাম হায়দার বলেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়