রাজবাড়ীতে প্রজেক্ট ম্যানেজারের কাছে চাঁদা দাবী, মারপিট, গ্রেপ্তার ১

- Update Time : ০৮:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ৩০৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিটিসিএল আন্ডার গ্রাউন্ড অপটিক্যাল ফাইবার স্থাপনকারী অমৃত কন্সট্রাকশন প্রজেক্টের ম্যানেজার আশিকুর রহমানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী এবং চাঁদার টাকা না দেয়ায় ওই ম্যানেজারকে পিটিয়ে আহত করা হয়েছে।
এ ঘটনায় ওই ম্যানেজার বাদী হয়ে রাজবাড়ী জেলা শহরের চরলক্ষিপুর গ্রামের মৃত সিদ্দিক খানের ছেলে সোহেল খান (৩২), আশরাফ আলীর ছেলে রানা (৩১), নিরাপদের ছেলে সুব্রত (৩২) এবং আজিজের ছেলে বাবুকে আসামি করে সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রধান আসামি সোহেল খানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
মামলার বাদী প্রজেক্টের ম্যানেজার ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের খন্দকার আমিনুর রহমানের ছেলে আশিকুর রহমান জানিয়েছেন, অমৃত কন্সট্রাকশন রাজবাড়ীতে বিটিসিএল-এর আন্ডার গ্রাউন্ড অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ করছে। এ কাজ করতে তারা গত ২ জানুয়ারী রাজবাড়ীতে আসেন এবং রাজবাড়ী জেলা কারাগার সংলগ্ন চরলক্ষিপুর গ্রামের জনৈক আবুল বাসারের বাড়ীতে ভাড়া ওঠেন। ওই বাড়ীর সামনের সড়কে তারা তাদের প্রতিষ্ঠানের পিকআপ গাড়ী রাখেন। আসামিরা পিকআপ চালক দুলালের সাথে কথাকাটাকাটির পাশাপাশি সেখানে গাড়ি রাখতে নিষেধ করেন। পরবর্তীতে আসামিরা গত ১৮ জানুয়ারী জেলা শহরের বড়পুর এলাকার একটি খাবার হোটেলে তাদের ডাকেন। সেখানে তিনিসহ সহকর্মী সমিরণ বাগচি, রাজীব অধিকারী ও শাহিন যান। কথা বলার এক পর্যায়ে আসামিরা রাজবাড়ীতে কাজ করা বাবদ তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। তারা চাঁদার টাকা দিবে অস্বীকার করলে আসামিরা তাদের হুমকী-ধামকি নিয়ে চলে যায়। এর জের ধরে গত ২১ জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে আসামিরা তার ভাড়া বাসায় আসে এবং পুনরায় চাঁদা দাবী করে। তিনি অস্বীকার করলে আগতরা ক্ষিপ্ত হয় এবং তাকে বেধড়ক লাঠিপেটা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আগতরা খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই কামরুল হাসান জানিয়েছেন, ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সোহেল খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়