রাজবাড়ীর শহরের বিনোদপুরে বাউন্ডারী ওয়াল ধ্বসে ১ জনের মৃত্যু

- Update Time : ০৯:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৩ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার বড় বাজারের পশু জবাই করার স্থানে বাউন্ডারী ওয়াল ধ্বসে বাবু মল্লিক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার নবী মল্লিকের ছেলে। শনিবার দিবাগত রাতের কোন এক সময় এ ওয়াল চাপার ঘটনাটি ঘটে।
বাবু মল্লিকের আপন মামা পিকু শেখ বলেন, রবিবার ভোরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাজারের গরু ও ছাগল জবাই করার স্থানে ওয়ালের ইটের নিচে তার মরদেহ পড়ে রয়েছে। এ সময় তার মাথার নিয়ে প্রচুর পরিমাণে রক্ত দেখা যায়। ধারণা করা হচ্ছে রাতে কোন কাজে তিনি বাউন্ডারী ওয়াল টপকে ওপারে যাওয়ার চেষ্টা করেছিলেন। হয়তো সে সময়ই এ ঘটনাটি ঘটেছে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ওয়াল ভেঙ্গে বা ধ্বসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন খবরে থানা পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠিয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল ঘটনা জানা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়