কালুখালীতে ভোট শুরুর ১ ঘন্টা পর দেখা মিললো ভোটারের ! ইতিহাস সৃষ্টি করলেন লাল চাঁদ

- Update Time : ১১:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহর থেকে রওনা হলে সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালুখালী উপজেলা পরিষদে চলমান জেলা পরিষদের নির্বাচনের ভোট কেন্দ্রে গিয়ে দেখাযায়, সেখানে দায়িত্বরত প্রিজাইডিং, পোলিং ও এজেন্টরা অলস সময় পার করছেন। তবে নেই কোন ভোটারের উপস্থিত। সে সময় ওই ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এসএম নাছিম আখতার বলেন, এখনো একজনও ভোটার আসেন নি, তাই ভোট পরেনি।
ওই সময় থেকে শুরু করে সকাল ১০টা ১১ মিনিট পর্যন্ত একজন ভোটারের দেখা মিললো। স্থানীয় রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লাল চাঁদ।
তিনি ভোট প্রদানের পর বলেন, আমি ইতিহাস সৃষ্টি করলাম। কারণ ইতোপূর্বে কালুখালীতে কখনো ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়নি। সে দিক দিয়ে আমি উপজেলার প্রথম ইভিএম-এ ভোট প্রদানকারী এবং ভোট শুরু ১ ঘন্টা ১১ মিনিট পর আমিই প্রথম ভোট প্রদান করলাম। তিনি আরো বলেন, ইভিএম-এ ভোট প্রদান অনেক সহজ, কোন ঝামেলা নেই।
যদিও তার ভোট প্রদানের পর পরই আসতে শুরু করেন, ভোটাররা। বেলা ১২টার দিকে সেখানে রীতিমত ভোটারদের বড় সর লাইনও দেখা যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়