ঢাকাSaturday , 24 December 2022

রাজবাড়ীতে উঠতে শুরু করেছে মুড়ি পেঁয়াজ, দাম না থাকায় লোকসানে কৃষক

Link Copied!

লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীতে বাজারে উঠতে শুরু করেছে মুড়ি পেঁয়াজ। প্রতিমন পেঁয়াজ কৃষক বিক্রি করছে প্রকার ভেদে ৭০০ থেকে ৯০০ টাকায়। তবে কৃষকদের অভিযোগ এই দামে পেঁয়াজ বিক্রি করে তাদের খরচ উঠছে না।

সার, জ্বালানি তেল ও কীটনাশকের দাম বৃদ্ধিতে পেঁযাজের উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুন। কিন্তু সারা বছরই পেঁয়াজের কাঙ্খিত দাম না পাওয়ায় লোকসান হচ্ছে চাষীদের। 

এদিকে বাজারে পুরাতন পেঁয়াজও বিক্রি হচ্ছে প্রতি ৮০০ থেকে  ৯০০ টাকায়। সেখানেও লোকসান হচ্ছে চাষীদের।  তাই চাষীদের দাবি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হোক।

(Visited 21 times, 1 visits today)