রাজবাড়ী সদর হাসপাতালের ৩য় তলার সিঁড়িতে প্রতিবন্ধী কিশোরী ধষর্ণ, চা দোকানি গ্রেপ্তার
- Update Time : ১১:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৩৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগি কিশোরীর নানী বাদী হয়ে শনিবার দুপুরে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের শওকত শেখের ছেলে। রাজু সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে চা’য়ের দোকান করেন।
জানাযায়, ওই কিশোরী (১৫) ১০-১২ দিন আগে বাড়ী থেকে বের হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথায়ও তাকে পাওয়া যায়নি। তাঁকে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) শাহানাজ সপ্তাহ খানেক ধরে রাজবাড়ী সদর হাসপাতালে তাঁর মেয়ের চিকিৎসা দিচ্ছেন। শুক্রবার দিবাগত রাতে শাহানাজ তার নাতনীকে রাস্তায় দেখতে পায়। দেখতে পাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যায়। রাত ১২টার দিকে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ওই কিশোরীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ১টার দিকে ঘুম থেকে জেগে দেখেন কিশোরী বিছানায় নেই। শাহানাজ তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে জানতে পারেন রাজু ওই কিশোরীকে নিয়ে তিন তলার ছাদে ওঠার সিঁড়ির দিকে গেছে। তিনি গিয়ে সেখানে রাজুকে ধর্ষণ করতে দেখেন। এসময় রাজুকে আটক করলে রাজু দৌড়ে পালিয়ে যায়। এসময় তাদের শোরগোলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এরপর তিনি ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
হাসপাতাল সূত্রে জানাযায়, গত ৩১ মে রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত পরিচয় হিসেবে ওই কিশোরী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। ৩ জুন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পলাতক দেখান।
অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাজুর স্ত্রী নদী বেগম। তিনি বলেন, রাতে আমার স্বামী আমার সঙ্গে ঘুমিয়েছিল। রাত ৩টার দিকে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। রাতে আপনার স্বামী হাসপাতালে কেন গিয়েছিল প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়