রাজবাড়ীতে ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুুষ্ঠিত
- Update Time : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ৪২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে উৎসব ও শান্তি পূর্ণ পরিবেশে জেলা ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন (রেজি নং ০২) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে মোঃ নজরুল ইসলাম (ট্রাক) প্রতীক নিয়ে ৩৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুর রহিম ব্যাপারী (ছাতা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩১২ ভোট।
এদিকে সাথারন সম্পাদক পদে লোকমান হোসেন মনির (প্রজাপতি) প্রতীক নিয়ে ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটকম প্রতিদ্বন্দী মোঃ মুক্তার হোসেন (বাইসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৪ ভোট।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন, প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের আঞ্চলিক সভাপতি জুবায়ের জাকির।
এরআগে সকাল ৯টায় রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালে শুরু হয় এ ভোট গ্রহন। দুপুর ১ টা থেকে আড়াইটা পর্যন্ত দেড় ঘন্টার বিরতি দিয়ে ভোট গ্রহন চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
বিজয়ী অন্যান্যরা হলেন, কার্যকরী সভাপতি জাহিদ শেখ (ফুটবল) ৫৮৬ ভোট, সহ-সভাপতি হাসেম মিয়া (আম) ৩৫৬ ভোট, সহ-সাধারন সম্পাদক আব্দুর রহিম মিয়া (টায়ার) ৩৩০ ভোট, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম (দোয়াত কলম) ৩৪৯ ভোট, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া (মই) ৪৪৭ ভোট, সড়ক সম্পাদক মোহাম্মদ শাহাজদ্দিন পাটোয়ারী (ডাব) ৩৯৭ ভোট, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন (দোয়েল পাখি) ৫৬৬ ভোট, প্রচার সম্পাদক আক্কাস মিয়া (টেলিফোন) ৫৩৫ ভোট, কার্যকরী সদস্য প্রথম মোঃ সুজন পারভেজ (মোটর সাইকেল) ৩৬৫ ভোট, দ্বিতীয় মোঃ শরীফ ফকির (স্টেয়ারিং) ৩৬৩ ভোট ও তৃতীয় শহীদ সরদার (মাইক্রোবাস) ২৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
জানাগেছে, জেলা ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন (রেজি নং ০২) এর ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি, সাধারন সম্পাদক সহ ১১টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। এরমধ্যে সভাপতি পদে ৪ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারন সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২জন সহ কার্যকরী সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৭৫ জন।
এদিকে নির্বাচন অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ভোট গ্রহনের শুরু থেকে ফলাফল ঘোষনা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এবং উৎসাহ উদ্দিপনার কমতি ছিলো না প্রার্থী, ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়