দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট : ভোগান্তি ছাড়াই পারাপার,খুশি গরু ব্যবসায়ী ও ট্রাক চালকরা
- Update Time : ০৯:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ২৩৪ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদুল আযহা আর মাত্র কয়েকদিন বাকি। দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে কোরবানীর পশুবাহি ট্রাক গুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে গত কয়েকদিন ধরে। তবে অন্যান্য বারের তুলনায় কোন প্রকার ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরিতে উঠে গন্তব্যে যেতে পরছে পশুবাহি ট্রাকগুলো।
জানা যায়, ভোগান্তির অপর নামই ছিল দৌলতদিয়া ঘাট। তবে স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর সেই ভোগান্তি কমে এসেছে অনেকটাই। তবে ঈদে স্বাভাবিকের চেয়ে যানবাহনের চাপ বাড়ে এ নৌরুটে। এতে সৃষ্টি হয়ে ভোগান্তির আশঙ্কা। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ইতিমধ্যে দৌলতদিয়া ঘাটে পশুবাহি ট্রাকের চাপ বাড়তে শুরু করেছে। পশুবাহি ট্রাকের চাপ বাড়লেও দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পাড়ছে যানবাহন ও গরুবাহী ট্রাক। এতে খুশি গরুর মালিক, বেপারী ও গাড়ির চালকরা। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় ১৮টি ফেরি, ২০টি লঞ্চ ও ১০টি স্প্রীড বোর্ড চলাচল করবে। এছাড়া ঘাটের যানজট নিরসনে ঈদের আগে ও পরে মোট ৭টি দিন পশুবাহি ও জরুরী পচনশীন পন্যবাহি ট্রাক ব্যাতিত সাধারন ট্রাক পারাপার বন্ধ থাকবে। এছাড়া চাঁদাবাজ, দালাল নিমূলে ঘাট এলাকাসহ সড়কে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে কোরবানীর পশুবাহী ট্রাক। দৌলতদিয়া ঘাট এলাকায় নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ। কোন পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিন। এতে সন্তুষ্ট ট্রাক চালক ও গরু ব্যবসায়ীরা।
একাধিক ট্রাক চালকরা জানান, ঘাটে দালাল ছাড়াই নিজেরা সরকারি নির্ধারিত মূল্যে ফেরি পারাপারের টিকিট কিনতে পারছেন। যানজট মুক্ত ভাবে নিরাপদে ফেরিতে উঠতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
কুষ্টিয়া থেকে আসা গরু ব্যবসায়ী আ. মান্নান মিজি জানান, তিনি ১৮ গরু নিয়ে কুষ্টিয় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মহাসড়কে কোন ঝামেলা হয়নি, ফেরি ঘাটেও কোন চাঁদাবাজি হচ্ছে না।
গরু বোঝাই ট্রাক চালক রিদয় মৃধা বলেন, সড়কে কোন প্রকার ভোগান্তি হয়নি, দৌলতদিয়াও এবছর কোন যানজট নেই। গাড়ি সরাসরি ফেরিতে উঠতে পারছেন। আগে ঘাটে সমস্যার জন্য সময় মত গরু হাটে নিতে না পারত না গরু মালিকরা। কিন্তু এবার সঠিক সময়ে ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌছাতে আর সমস্যা দেখছি না।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) নুর আহাম্মাদ ভূঁইয়া বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ও দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করছি এভারের ঈদযাত্র নির্বিঘœ হবে। বর্তমানে পশুবাহি ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পরাপার করা হচ্ছে। দালাল রোধে ট্রাকের হেলপার অথবা চালক ছাড়া কাউকে কোন টিকিট দেয়া হচ্ছে না।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, পশুবাহী ট্রাক থেকে কেউ যেনো অতিরিক্ত টোল অথবা চাঁদাবাজি না করতে পারে এ ব্যাপারে তারা কঠোর অবস্থানে আছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়