“হারেজ উদ্দিনের একটি মানবিক গল্প”

- Update Time : ০৮:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
২৫ দিন আগে ৬৫ বছর বয়সী বৃদ্ধ হারেজ উদ্দিনের রিকশাটি চুরি হয়ে যায়। বৃদ্ধের অর্থ উপার্যনের একমাত্র অবলম্বনটুকু হারিয়ে যাওয়া মানসিক ভাবে ভেঙ্গে পরেন তিনি। হা হুতাশ করতে করতেই তিনি আসেন রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে। ওই সময় সেখানে থাকা রাজবাড়ী থিয়েটারের সদস্যরা তার পাশে দাঁড়ান এবং তাকে ১৫ দিনের খাবার প্রদানের পাশাপাশি একটি নতুন রিকশা কিনে দেবার প্রতিশ্রুতি প্রদান করেন। তারপর সাংগঠনিক তৎপরতায় তারা নিজেরা চাঁদা সংগ্রহ করে ৫৫ হাজার টাকা ব্যয়ে টাকায় নতুন রিকশা ক্রয় করে মঙ্গলবার দুপুরে তার হাতে তুলে দিয়েছে। আর নতুন রিকশা হাতে পেয়ে মহা খুশি হয়েছেন, বৃদ্ধ হারেজ উদ্দিন।
আবেগ আপ্লুত হয়ে ওই বৃদ্ধ বলেন, তার বাড়ী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে। তার ছেলে ও মেয়ে সন্তান থাকলেও তারা থাকে তাদের মত। যে কারণে নিজের সংসার নিজেকেই টানতে হয়। আর সংসার পরিচালনার একমাত্র অবলম্বন ছিলো তার রিকশা। ২৫দিন আগে মাটিপাড়া বাজার থেকে তার ওই রিকশাটি চুরি হয়ে যায়।
তিনি আরো বলেন, রাজবাড়ী থিয়েটারের সদস্যরা আমাকে নতুন জীবন দিয়েছেন। তা না হলে এ বয়সে সংসার পরিচালনায় হিমসিম খেতে হতো।
এ বিষয়ে রাজবাড়ী থিয়েটারের সভাপতি বাবলা চৌধুরী বলেন, হারেজ উদ্দিনের ঘটনাটি তাদের নজরে আসার পর পরই রাজবাড়ী থিয়েটারের সদস্যরা তার পাশে এগিয়ে আসেন এবং তারা ১৫ দিনের খাবার প্রদানের পাশাপাশি হারেজ উদ্দিনের হাতে রিকশা তুলে দিতে পেরে খুশি হয়েছেন।
সে সময় কাজী পালাশ, ফজলুল হক কল্লোল, স্মৃতি ইসলাম, কবি খোকন মাহমুদ, আব্দুল কাইয়ুম মাখনসহ রাজবাড়ী থিয়েটারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়