দৌলতদিয়া বাস টার্মিনালে “ঈদ মোবারক” স্টীকার দিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

- Update Time : ০৪:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৬১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ঈদ উপলক্ষে পরিবহনে “ঈদ মোবারক” স্টীকার দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ডিবি পুলিশের জালে ধরা পড়েছে ২চাঁদাবাজ। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার কাটাখালী ( উত্তর চর পাচুরিয়া) গ্রামের মৃত আরশেদ আলী চৌধুরীর ছেলে মোঃ হাবলু চৌধুরী (৬৫), বাহিরচর দৌলতদিয়ার মৃত জলফু মোল্লার ছেলে ফজলু মোল্লা (৪৯)।
বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দৌলতদিয়া বাস টার্মিনালের কুষ্টিয়া বাস কাউন্টারের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান করে।
রাজবাড়ী ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, যাত্রাপথে জনসাধারণের নিরাপত্তা মূলক ডিউটি পরিচালনা করাকালীন মাহেন্দ গাড়ীর মালিক মোঃ মজনু সরদারের মৌখিক অভিযোগের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেনন। অভিযানে মাহেন্দ্র গাড়ী চালকদের ভীত সন্ত্রস্ত এবং বাধ্যকরে ১৭০ টাকা চাঁদার “ঈদ মোবারক” লেখা স্টিকার এবং ১০০ টাকা চাঁদার ডিপারচার শ্লিপ ব্যবহার করে চাঁদাবাজি করার সময় মোঃ হাবলু চৌধুরী, ফজলু মোল্লাকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ (জুয়েল) কর্তৃক স্বাক্ষরিত একটি ঈদ মোবারক লেখা স্টিকার এবং যাতে রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্স/অটোটেম্পু মালিক গ্রুপ, বার্ণিজ্য মন্ত্রণালয় রেজি: নং-১৩/১৩ ও ঈদ উপলক্ষে সংগঠনের ব্যয় ও দূর্ঘটনা প্রতিরোধের ব্যয় বাবদ চাঁদা আদায়ের রশিদ বই দুইটি। যার প্রতিটিতে ১০০টি পাতা আছে, প্রথমটির রশিদ নাম্বার ১১০১ থেকে ১,২০০ পর্যন্ত, অপরটি ১০০১ থেকে ১১০০ পর্যন্ত, ২য় বইটির ১০৮২ থেকে ১১০০ পর্যন্ত অব্যবহৃত স্লিপ সহ হাতে নাতে আটক করেন। তাদের কাছ থেকে মাহেন্দ্র গাড়ীর মালিকদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক ফিরোজ আহম্মেদ জুয়েল এর নের্তৃত্বে এ চাঁদাবাজদের একটি গ্রুপ অবৈধভাবে ঈদকে সামনে রেখে মাহেন্দ্র মালিকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল।
তিনি আরও বলেন, এ গ্রুপ দৌলতদিয়া থেকে রাজবাড়ী রোডে চলাচল করা প্রায় ২০০-২৫০ মাহেন্দ্র থেকে এভাবে চাঁদা আদায় করছিল। তাদেরকে গ্রেপ্তারে সাধারণ মাহেন্দ্র মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। লোকজন আনন্দ প্রকাশ করে বলেছে পুলিশের কাছে তারা এমনটাই আশা করে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের কল্যানে কাজ করে এবং পাশে থাকে। এ বিষয়ে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়