রাজবাড়ী সরকারী কলেজে বঙ্গবন্ধু’র মোরাল উদ্বোধন করলেন এমপি কাজী কেরামত আলী

- Update Time : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ৭০ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী বলেছেন, ফরিদপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজবাড়ীতে বিএনপি নেতাকর্মীদের কোন বাঁধা দেয়া হয় নাই। তারা স্বাধীন মতো তাদের সমাবেশে গিয়েছে। তাছাড়া প্রশাসনিক ভাবেও তেমন কোন বাঁধা সৃষ্টি করা হয় নাই। তারা মিথ্যা বলছে। আসলে বিএনপির অভ্যাস মিথ্যাচার করা। বর্তমান প্রেক্ষাপটে রাজবাড়ীতে বিএনপি অনেক শান্তিতে ও নিরাপদে আছে। কোন মিথ্যা ও হয়রানি মামলা দেয়া হয় নাই।
শনিবার দুপুরে রাজবাড়ী সরকারী কলেজে ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মোরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
কাজী কেরামত আলী বলেন, গণসমাবেশের নামে লাঠিতে পতাকা বেধে মারমুখি হয়ে জনগণকে ভয় দেখানো ঠিক না। যে যেমন কর্ম করবে, সে তেমন ফল পাবে। রাজনীতি করতে হলে আগে মানুষের মন জয় করতে হবে। এবং রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে।অতিথে বিএনপি পোগ্রাম করে নাই, এখন করছে। আগামী নির্বাচনে জনগণ যে রায় দেবে, তারা সে রায় মেনে নেবেন। তবে শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে জনগণ আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাবে।
তিনি আরও বলেন, আজ সরকারী কলেজে যে মোরালের উদ্বোধন করা হলো, সবাই তার মর্জাদা রক্ষা করতে হবে। এবং প্রতিটি জাতীয় প্রোগ্রামে এখানে শ্রদ্ধা জানাতে অনুরোধ করেন।
বঙ্গবন্ধুদর মোরাল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ফকির মোঃ নুরুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক তালুকদার মোস্তাফিজুর রহমান, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সঞ্চালনা করেন, ইংরেজি বিভাগের সরোয়ার মোর্শেদ খান স্বপন।
উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর মোরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়