দৌলতদিয়ার পদ্মায় ১২ বালুবাহী বাল্কহেড জব্দ, চালকদের বিরুদ্ধে মামলা
- Update Time : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৪৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদী থেকে ১২টি বালুবাহী বাল্কহেড জব্দ ও ১২ জন চালক (সুকানি)কে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার দুপরে মামলা দিয়ে আটককৃত চালকদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ করে ১ নম্বর ফেরিঘাট এলাকায় নোঙর করে রাখা হয়।
জব্দকৃত বাল্কহেডগুলো হলো, সাব্বির হোসেন, এস এম আদি, এমভি সূর্যনগর, ইয়া গাউস, এস এম আদর, এম বি ভাই বোন, মক্কা মদিনা, মক্কা মদিনা ০২, ফি আমানিল্লাহ্, ভূইয়া পরিবহন, আল্লাহ মহান ও মাসুদ ০২।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি জে এম সিরাজুল কবির বাল্কহেড চালকদের আদালতে প্রেরণের বিষয় নিশ্চিত করে জানান, নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের নিষেধাজ্ঞা অমান্য করায় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে ১২টি বাল্কহেড জব্দ ও ১২ জন চালককে (সুকানি) আটক করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে দুপুরে আদালতে প্রেরণ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়