গোয়ালন্দের ইউপি মেম্বার আবুল হোসেন গ্রেপ্তার

- Update Time : ১০:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি এবং উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সদস্য মো. আবুল হোসেন প্রামানিক (৬২)–কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আজ সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষ।
আবুল হোসেন প্রামানিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং নবুওছিমুদ্দিন পাড়া গ্রামের মৃত ইমান আলী প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় এফআইআর নম্বর-১০, তারিখ ১০ ডিসেম্বর ২০২৪ অনুসারে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের একাধিক নেতাসহ মোট ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আসামিরা বেআইনি জনতাবদ্ধে অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে বোমা, গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে অনেক আন্দোলনকারী গুরুতর আহত হন এবং তাদের চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়। মামলায় এই ঘটনাকে যৌক্তিক আন্দোলন দমন করার একটি ষড়যন্ত্রমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়