এক চেয়ারম্যান সহ ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- Update Time : ০৭:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ৪৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন জেলা পরিষদ নির্বাচনের রাজবাড়ীতে মোঃ রাশেদুজ্জামান নামে এক চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ প্রার্থী মনোনয়নপত্র প্রতাহার করে নিয়েছেন। ২নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন, সফুরা বেগম।
রোববার বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র করেন। এরমধ্যে এক জন চেয়ারম্যান ও ১২ জন সাধারন ওয়ার্ড সদস্য প্রার্থী।
বর্তমানে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৭ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় ২ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্য সফুরা বেগম নির্বাচিত হয়েছেন।
এদিকে প্রতিদিন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারনা মাধ্যমে ইউনিয়ন পরিষদ গুলোতে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
রাজবাড়ী জেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে জেলার ৫ টি উপজেলা, ৩ টি পৌরসভা ও ৪২ টি ইউনিয়নের ৫৯৮ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজ (২৫ সেপ্টেম্বর) ছিলো মনোনয়নপত্র পত্যাহারের শেষ দিন। এবং (আগামীকাল (২৬ সেপ্টেম্বর) দেয়া হবে প্রতীক বরাদ্দ । বর্তমানে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ১৮ জন সহ ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় ২ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্য সফুরা খাতুন নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলো, আওয়ামী লীগ মনোনিত সাবেক পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, বর্তমান পাংশা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক কুন্ডু ও ইমামুজ্জামান চৌধুরী।
সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৭ জন এবং সাধারন ওয়ার্ড সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ২ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন ও ৫ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, এক চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ প্রার্থী মনোনয়ন প্রতাহার করেছেন। শুধু সংরিক্ষত ২নং ওয়ার্ড ছাড়া প্রতি ওয়ার্ডে একাধিক প্রার্থী রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়