বালিয়াকান্দির ৩ কৃষকের ক্ষেতের ধান কেটে দিলো ছাত্রলীগ
- Update Time : ১০:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৩০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ডিগ্রী কলেজ এলাকায় ৩জন কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কৃষক শুকুর আলী, বাস্তার শেখ, দাউদ শেখের ৮৮ শতাংশ জমির ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেন।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নছরু মিয়া, সাংগঠিক সম্পাদক সাহেদ ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রানা সেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান (আনিস) সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ধান কেটে ঘরে তুলে দেওয়ায় খুশি কৃষকরা।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাড়িয়ে আসছে। আমরা তারই ধারাবাহিকতায় আজ ৩জন কৃষকের ৮৮ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি। এ কাজ অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়