বালিয়াকান্দিতে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ, যুবক নিহত
- Update Time : ১০:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ২০২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় নসিমন ও মোটরসাইকেল সংর্ঘষে মোটর সাইকেল আরোহী মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী এলাকার রাজ্জাকের ছেলে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা ইটভাটার সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় তুষার মল্লিক বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন।
নিহতের শশুর আলাউদ্দিন বলেন, দুপুরে তিনি ও তার জামাই এক সাথে খাবার খেয়েছেন। জামাইয়ের তাদের বাড়ীতে যাবার কথা ছিল। হঠাৎ ফোনে জানতে পারেন সে দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছে। এখন এসে দেখছেন সে মারা গেছে।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়