কালুখালীর বোয়ালিয়া মোড়ে অগ্নিকান্ডে মুদি দোকান ভূস্মিভূত

- Update Time : ০৬:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / ২৮৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার বোয়ালিয়া মোরে মোঃ শাহিন আলম ঠান্ডুর মুদি দোকান পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে তার দোকানে থাকা নগদ অর্থ চাল ডাল আটা-ময়দাভূসি দোকানে থাকা টিভি ফ্রিজ ও বিভিন্ন ধরনের জিনিসপত্র সহ দোকানের যাবতীয় মালামাল পুড়ে প্রায় ৭ লক্ষাধীক টাকা ক্ষতি সাধিত হয়েছে।
এব্যাপারে মোড়ের সহ- সভাপতি ডাঃ মোঃ আলম হোসেন এপ্রতিনিধিকে জানায়, বৃহস্প্রতিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে মোড়ের পাশে এতেম আলীর স্ত্রী ফুলজান বেগম প্রকৃতির ডাকে বাহিরে বের হলে এ আগুনের লেলিহাম শিখা দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোক ছুটে এসে তাৎক্ষণিক কালুখালী ও পাংশা ফায়ার সার্ভিস অফিস ও কালুখালী থানা কে খবর দেয়।খবর পেয়ে কালুখালী ফায়ার ষ্টেশন টিম দ্রুত ঘটনা স্হলে এসে বেশ সময় পরিশ্রম করে আগুন নিভাতে সক্ষম হয়, ততক্ষণে শাহিন স্টোরের মুদি দোকান ও তার পাশে মোঃ আশরাফুল ইসলামের সেলুন পুরে যায়।কিন্তু আশপাশের দোকান এ আগুনের হাত থেকে রক্ষা পায়।
সংবাদ পেয়ে মোরের সমিতির সভাপতি সাত্তার বিশ্বাস ইউপি সদস্য করিম মোল্লা ও কালুখালী থানা প্রশাসন স্হানীয় মোঃ বিশে ফারুক, কালুখালী আকাশ ট্রেডার্স এর মালিক বাবলু মোল্ল্যা ঘটনা স্হলে আসে।সকালে উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে পিআইও অফিসকে অবগত করলে সকাল ১০ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার ঘটনা স্হল পরিদর্শন করে এবং সরকারি ভাবে সাহায্য পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়