রাজবাড়ীতে জুয়েলার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা
- Update Time : ০৯:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ৬৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ঐতিয্যবাহী বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রাজবাড়ীর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়। সভার শুরুতে বরণ নৃত্যে ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে অতিথিদেরকে বরণ করা হয়।
বাজুস রাজবাড়ী শাখার সভাপতি জয়দেব কর্মকারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডাঃ দীলিপ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের সদস্য পবিত্র চন্দ্র ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাজুস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হাসেম শেখ বাবলু, পাংশা উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি শিউলি বিশ্বাস, কালুখালীর সভাপতি গৌর কুমার বিশ্বাস, গোয়ালন্দের সভাপতি রনজিৎ পদ্দার প্রমূখ। ওই মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসাবে বক্তৃতা, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডাঃ দীলিপ কুমার রায় বলেন, বসুন্ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে তারা সারাদেশে বাজুসের সদস্য বৃদ্ধির কাজ করে যাচ্ছেন। তারা মনে করেন, সায়েম সোবহান আনভীরের হাত ধরে বাজুস অনেক দুর এগিয়ে যাবে। ভেজাল ও চোরাই সোনা বিক্রি বন্ধ হবে। স্বচ্ছতার সাথে প্রতিটি স্বর্ণ ব্যবসায়ী তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করবে। জুয়েলারী ব্যবসায়ীরা সরকারের ভ্যাট প্রদান করবে এবং বাজুসের নীতিমালা অনুসরণ করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়