ঢাকাMonday , 3 April 2023

রাজবাড়ী রেলষ্টেশন থেকে ছেড়ে গেলো “পদ্মা স্পেশাল ট্রায়াল ট্রেন”

Link Copied!

রাজবাড়ী বার্তা ডট কম :

স্বপ্নের পদ্মা সেতুতে ট্রেন উঠবে, পার হবে প্রমত্তা পদ্মা সেতু। স্বপ্ন এবার সত্যা হলো। আগামীকাল মঙ্গলবার দুপুরে “পদ্মা স্পেশাল ট্রয়াল ট্রেন” পরীক্ষা মূলক ভাবে পদ্মা সেতু পর হবে।


ট্রেনটির চালক রবিউল ইসলাম রাজবাড়ী বার্তা ডট কম কে বলেন, এই ট্রেনে ৭টি কোচ রয়েছে। বর্তমানে যাত্রী হিসেবে রয়েছে বাংলাদেশ রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তারা। রাতে এই ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেলষ্টেশনে অবস্থান করবে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা ষ্টেশন থেকে পরীক্ষামূলক ভাবে ট্রেনটি পদ্মা সেতু দিয়ে মাওয়া ঘাটে যাবে। এমন একটি ঘটনার স্মরণীয় ট্রেনের প্রথম চালক হতে পেরে তিনি আনন্দিত ও পুলকিত।


রাজবাড়ী রেলষ্টেশন মাষ্টার তন্বয় দত্ত রাজবাড়ী বার্তা ডট কম কে বলেন, সৈয়দপুর থেকে সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে “পদ্মা স্পেশাল ট্রয়াল ট্রেন”টি রাজবাড়ী রেলষ্টেশনে আসে এবং ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি ভাঙ্গা রেলষ্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

একটি সূত্র বলছে, পদ্মা রেল সংযোগ প্রকল্পে চীন থেকে আনা নতুন সাতটি বগি প্রথম ট্রেনের বহরে যুক্ত হবে। ট্রেন চালানো হবে আমেরিকা থেকে আনা নতুন ইঞ্জিন দিয়ে। ইঞ্জিন ও বগিগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় রাখা ছিল। সেখান থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে রওনা হয়েছে।


আগামীকালের এই যাত্রার মধ্য দিয়ে পদ্মা সেতুতে প্রথমবারের মতো ঘুরতে যাচ্ছে আসল ট্রেনের চাকা। এদিকে ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুতে এখন শতভাগ রেললাইন বসে রেল চলাচলের জন্যও প্রস্তুত।


রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের অধীন প্রথমে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানো হবে। এই রেলপথ চালু হলে আরো ছয়টি রেলপথের সঙ্গে যুক্ত হবে। প্রাথমিক ভাবনায় রাজবাড়ী, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গার দর্শনা, যশোরের বেনাপোল, খুলনা, রাজশাহীর ট্রেনও এই পথে চালানোর চিন্তা আছে। সে ক্ষেত্রে ভারতে যাওয়ার মৈত্রী ট্রেনও এ পথ ব্যবহার করবে ভবিষ্যতে।


পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন বলেন, ‘মঙ্গলবার পুরো ৪২ কিলোমিটার পথে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা আছে। এর আগে অনেক জায়গায় পরীক্ষামূলকভাবে গ্যাংকার চালানো হয়েছে।’

(Visited 280 times, 1 visits today)