রাজবাড়ীর পাঁচুরিয়া খোলাবাড়ীযর রেল ক্রসিংয়ের পথ খুলে দেবার দাবিতে মানববন্ধন
- Update Time : ০৮:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া খোলাবাড়ীয় রেল ক্রসিংয়ের উভয়প্রান্তের সড়ক পথ খুলে দেবার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
রোববার বিকালে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে খোলাবাড়িয়া মনির দোকান সংলগ্ন রেললাইনের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসীর সাথে পাঁচুরিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান রতন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে রেল ক্রসিংটি খুলে দেবার দাবি জানানো হয়।
বক্তরা বলেন, এটি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার যোগাযোগের সহজপথ। এবং কম সময়ে জেলা শহরের যাতায়াতকারী একটি রাস্তা। মহাসড়কের বিকল্প বাইপাস হিসাবেও এই রাস্তাটি ব্যবহৃত হয়। প্রতিদিন এ রাস্তাটি দিয়ে ট্রাক, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, অটোরিক্সা, ভ্যান, নসিমন, মাহেন্দ্রাসহ বহু যানবাহন চলাচল করে। তাছাড়া রেল রাস্তার এপার আর ওপার রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী। বহু বছরের পুরাতন এ রাস্তাটি প্রায় দু্ই মাস আগে নিরাপত্তার অজুহাতে রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। এখন ৪ থেকে ৫ কিলোমিটার পথ ঘুরে তাদের গন্তব্যে যেতে হয়। তাছাড়া দ্রুত যেতে না পেরে নানাবিধ সমস্যায় পড়েছে দুই উপজেলার হাজার হাজার মানুষ। যানবাহন চলাচলের জন্য রেল ক্রসিংটি দ্রুত খুলে দিতে রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানান এলাকাবাসী। সেই সাথে তারা সেখানে রেল গেইট স্থাপনের দাবি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়