রাজবাড়ীতে ওয়ানসুটার গান ও ইয়াসহ প্রবাস থেকে আসা যুবক গ্রেপ্তার
- Update Time : ০৬:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ২৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ওয়ানসুটার গান ও ইয়াসহ প্রবাস থেকে আসা যুবক শরিফ সরদার (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। শরিফ রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোল গ্রামের শহিদ সরদারের ছেলে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শরিফ সরদারের বাড়ীতে অভিযান চালায় রাজবাড়ী থানার এসআই কামরাজ্জামান সিকদারসহ অন্যান্য পুলিশ সদস্যরা। সে সময় প্রথমে ১০ পিস ইয়াবাসহ শরিফ সরদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে জানায় তার বসত ঘরের খাটের বালিশের নিচে একটি ওয়ানসুটার গান রয়েছে। ওই সময় তার দেখানো মতে ওয়ানসুটারগান এবং ওই আগ্নেয়াস্ত্রের মধ্যে থাকা একটি কার্তুজের নিচের অংশ উদ্ধার করা হয়।
থানা হাজতে আটক থাকা শরিফ সরদার বলেন, তিনি ব্রুনাই থাকতেন। মাত্র দেড় মাস আগে দেশে ফিরেছেন। তার পরিচিত একজন প্রবাসী এই আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রাখতে বলে। সে কারণে ওয়ানসুটারগান তিনি তার কাছে রেখেছেন।
রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুশি সুপার ইফতেখারুজ্জামান বলেন, রাজবাড়ী জেলা পুলিশ স্বাভাবিক অবস্থা বিদ্যমান রাখতে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করছে। যা অংশ হিসেবেই শরিফ সরদারকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়