রাজবাড়ীতে পদ্মার পানি ১৫ সে.মি বেড়েছে, ক্ষতির মুখে চরাঞ্চলের সবজী চাষিরা
- Update Time : ০৯:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
২৪ ঘন্টায় রাজবাড়ীর পদ্মা নদীতে ১৫ সে.মি পানি বেড়েছে। প্রতিদিন পানি বাড়তে থাকায় চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পরেছেন সবজি চাষিরা। চাষিদের আবাদি পটল, লাউ, ঝিঙ্গা, কড়লা সহ নানা ধরনের সবজি পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। এসব সবজির গাছ গুলো পচে নষ্ট হচ্ছে। এতে ক্ষতির মুখে পরেছেন তারা। চরাঞ্চলের মানুষের আঙ্গিনার চারপাশে এখন পানিতে তলিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। চলাচল করতে হচ্ছে নৌকায়।
পানি বাড়তে থাকায় পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রন বেড়ি বাঁধের নি¤œাঞ্চলের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ২৫ সে.মি পানি বেড়ে বিপদ সিমার ৮.১১ মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এসব অঞ্চলের চাষিরা জানান, তারা পদ্মার বেড়ি বাঁধের নিচে বসবাস করেন, যে কারনে তাদের প্রতিবছরই পানিতে তলিয়ে কষ্ট করতে হয়। এবছর তারা চরের বিভিন্ন ক্ষেতে নানা ধরনের সবজী ও ফসল আবাদ করেছেন। পানি বাড়ার কারনে এসব ফসল এখন পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক সবজী ও ফসল এখন পানিতে নিচে নষ্ট হচ্ছে এতে তারা মারাত্বক ক্ষতির মধ্যে পরেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়