রাজবাড়ীর নুরপুর থেকে ৩ জুয়ারী গ্রেফতার

- Update Time : ০৮:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ২৪০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জুয়া খেলার সময় নগদ টাকা, তাস সহ ৩ জন জুয়ারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান খান এ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, নুরপুর লোক ব্রীজের মৃত আফাজ মোল্লার ছেলে জোছন মোল্লা (৩৩), ছোট নুরপুরের মৃত আইনুদ্দিন বেপারীর ছেলে সিদ্দিক বেপারী (৪০) ও মৃত নন্দলাল চৌহানের ছেলে রিপন চৌহান (৩৮)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর সোয়া ২টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসির নের্তৃত্বে ডিবি’র এসআই ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুরের জনৈক আতিয়ার রহমান এর বাড়ির পাশে জনৈক ভোলা এর ঘাসের জমিতে জুয়া খেলার সময় ৯৮০ টাকা, এক বান্ডেল তাস ও একটি চট সহ ৩ জুয়ারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোনাই মন্ডল নামে এক জুয়াড়ী পালিয়ে যায়।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়