কালুখালীতে ইট দিয়ে থেতলিয়ে গৃহবধুকে হত্যা, স্বামী পালাতক
- Update Time : ০৮:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী কালুখালীর মাজবাড়ীতে রাশিদা বেগম (২৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল মন্ডলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পালাতক রয়েছে গৃহবধুর স্বামী আব্দুল মন্ডল।
বুধবার সকালে মাজবাড়ী কোমড়পুর এলাকা থেকে ওই গৃহবধুর নিজ বাড়ীর বসতঘর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মাথা, মুখ মন্ডল সহ বিভিন্নস্থানে ইটের আঘাতে চিহৃ দেখাগেছে।
স্থানীয়রা জানান, রাশিদার স্বামী ঢাকায় টাইলস মিস্ত্রীর কাজ করতো। দীর্ঘ দিন ধরে তাদের জমি-সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা চলছিলো। গতকাল তাদের ছোট ছোট তিনটি সন্তানকে অন্য ঘরে তালাবদ্ধ রেখে রাতের কোন এক সময়ে ওই গৃহবধুকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায় আব্দুল।
কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের পর মরদেহ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক ঘাতক স্বামীকে আটকে অভিযান চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়