রাজবাড়ী শহরের ৫ সন্ত্রাসী গ্রেপ্তার : বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

- Update Time : ০৩:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ৬০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ী জেলা শহরের ৫ জন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই সাথে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এনিয়ে বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।
প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, ডাকাতি করার উদ্দেশ্যে জেলা শহরের একদল শীর্ষ সন্ত্রাসী বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র নিয়ে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়ার জনৈক খলিল শেখের বাড়ীতে অবস্থান করছে। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন ওই সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় ধরে করা অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাহাদ বিশ^াস ওরফে পিয়াল, তার সহযোগি আরিফ মন্ডল, আশরাফুল ইসলাম, রমজান আলী, আলীম শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সেই সাথে তাদের কাছ থেকে ১টি স্বয়ংক্রিয় বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড শর্ট গানের কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ১টি কুড়াল, ২টি ছোড়া ও ২টি চাকু উদ্ধার করা হয়। সে সময় রাসেল শেখ, পলাশ বিশ^াস, মিথুন শেখ, ফরিদ ওরফে কালা ফরিদ, লাল্টু, টোকান পাটোয়ারীসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন সন্ত্রাসী পালিয়ে যায়। আসামিদের সকলেই ২ থেকে ১৫ টি মামলার আসামি। তারা জেলা শহরসহ আশপাশের এলাকা গুলোতে নিয়মিত ভাবে খুন, ডাকাতি, চুরি, মাদকসহ নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ও পলাতক আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
প্রেস ব্রিফিং-এ রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, টিআই তারক পালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়