রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
- Update Time : ১০:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ৪৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দ্রুতগতির মাইক্রোবাস চাপায় অতুল হালদার (৬৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার অমূল্য হালদারের ছেলে।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আহম্মদ আলী মৃধা কলেজের সামনে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুঘর্টনা ঘটে।
অতুল হালদারের ছেলে মিলন কুমার হালদার বলেন, একটি দ্রুত গতির মাইক্রো বাইসাইকেল আরোহী তার বাবাকে চাপা দিয়ে পালিয়ে যায়। লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান।
পাংশা হাইওয়ে থানার এসআই জুয়েল রানা বলেন, সড়ক দুঘর্টনার বিষয়ে আমাদেরকে কেউ অবগত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়