রাজবাড়ীর রাজা’র দাম ১২ লাখ, জেলায় প্রস্তুত ৫৫ হাজার গরু
- Update Time : ০৬:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৮১ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে রাজবাড়ীতে প্রাকৃতিক উপায়ে বড় আকৃতির গরু মোটাতাজা করা করা হয়েছে। এবছর হলইস্টান ফিজিয়ান জাতের ৩৫ মন ওজনের রাজবাড়ীর রাজা সহ বড় আকৃতির গরু ২০ টি গরু প্রস্তুত করেছে রয়েল এগ্রো ফার্ম নামের খামারটি।২২ মণ থেকে ৩৫ মণ ওজন পর্যন্ত গরু রয়েছে খামারটিতে।জেলায় সাড়ে ৬ হাজার খামারে ৫৫ হাজার গরু প্রস্তুত করা হয়েছে ঈদকে সামনে রেখে।
নাম রাখা হয়েছে তার রাজবাড়ীর রাজা।৬ ফুট উচ্চতা ও সাড়ে তের ফুট লম্বা হলইস্টান ফিজিয়ান জাতের সাদা কালোর মিশেলের ৩৫ মণ,১ হাজার ৪ শ কেজি ওজনের গরুটির দাম হাকা হয়েছে ১২ লক্ষ টাকা।এরকম ২২ মণ থেকে শুরু করে ৩৫ মণ পর্যন্ত সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে ২০ টি বড় আকৃতির গরু মেটাতাজা করেছে রাজবাড়ীর পাংশা উপজেলার রয়েল এগ্রো ফার্মটি।তাদের এখানে প্রাকৃতিক উপায়ে লাগানো ঘাস,ছোলা,ভুষি, ডাল সহ বিভিন্ন খাবার খাইয়ে এই গরু গুলো মোটা তাজা করন করা হয়েছে সামনে কুরবনীর ঈদকে সামবে রেখে। কোন ধরনের কেমিক্যাল বা বাজারের ফিড জাতীয় খাবার খাওয়ান খামার কতৃপক্ষ। ফার্মটিতে ২৩ মণ, ২৫ মণ ও ২৮ পর্যন্ত পাকিস্তানি সিন্ধি,শাহীওয়াল ও ফিজিয়ান জাতের সাদা,কালো,লালচে মিশ্র বর্ণের এ গরু গুলো মোটাতাজা করন করা হয়েছে।ইতমধ্যে বড় আকৃতির গরু খবর শুনে অনেক ক্রেতা দূর দুরান্ত থেকে আসছেন গরু কিনতে ও দেখতে। দাম দেখছেন,কতৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে কিনবেন বলে জানান ক্রেতা ও দর্শনার্থীরা।গত কয়েক বছরের মত এবছরও অনলাইনে গরু বিক্রয় ব্যাবস্থা রাখা হয়েছে। এতে ক্রেতারা অনলাইনের মাধ্যমে গরু ক্রয় করতে পারছে।রাজবাড়ীর পাঁচটি উপজেলাতেই এবছর ঈদকে সামনে রেখে প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজা কর হয়েছে।তবে বড় খামার গুলো বড় আকৃতির গরু লালন পালন করেছেন ঈদ উপলক্ষে।এবছর সাড়ে ছয় হাজার ছোট বড় খামারে ৫৫ হাজার গরু পরিচর্যা ও মোটাতাজা করা হচ্ছে।তবে ভারতীয় গরু আমদানি না করার জন্য সরকারকে অনুরোধ জানান খামারিরা।
গরু পরিচর্যাকারীরা বলেন,তারা সার্বক্ষনিক তাদের খামারে প্রাকৃতিক খাবার খাইয়ে গরু গুলো মোটাতাজা করছেন।কোন ধরনের কেমিক্যাল ও বাজারের ফিড জাতীয় খাবার খাওয়ান না।দিনে তিনবার গোসল করানো ও চার থেকে পাঁচবার প্রাকৃতিক খাবার খাওয়ানো হয় খামারের গরু গুলোকে।বড় আকৃতির গরুর খবর পেয়ে অনেক ক্রেতা খামারে গরু দেখতে আসছেন,দর দামও করা হচ্ছে।
রাজবাড়ী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে অবস্থিত রয়েল এ্যাগ্রো ফার্মের ব্যাবস্থাপক গোবিন্দ ভাদুরী- বলেন,তাদের এ ফার্মটিতে সবচেয়ে বড় আকৃতির গররু গুলো মোটাতাজা করছেন।সবচেয়ে বড় আকৃতির হলইস্টান ফিজিয়ান জাতের সাদা কালে রংয়ের ১ হাজা ৪ শ মণ ওজনের গরু টির দাম চাচ্ছেন ১২ লক্ষ টাকা।ফার্মটিতে বড় আকৃতির ২০ টি গরু রয়েছে।আশা করছে গরু গুলো ভালো লাভে বিক্রি করতে পারবেন।তবে ভারতীয় গরু আমদানি না করার অনুরোধ জানান তিনি।নিরাপদ এ গরু গুলো ক্রয় করতে ব্যাস্থাপকের নম্বরে যোগাযোগর অনুরোধ জানান ০১৭১৮ ৩৮০১৯৪।
রাজবাড়ী সদর উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা ডা.খায়ের উদ্দিন আহম্মেদ বলেন,রাজবাড়ীতে এবছর কুরবানী উপলক্ষে প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে ৫৫ হাজার গরু প্রস্তুত করা হয়েছে।গরুর বিভিন্ন রোগবালাইয়ে নিয়মিত খোজ খবর রাখা হচ্ছে।এ জেলার গরু গুলো বর্তমানে ঢাকা সহ চট্রগ্রামেও গরু যাচ্ছে।হাটে বিক্রয়ের পাশাপাশি অনলাইনের প্লাটফর্মেও গরু বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।দেখতে সুন্দর ও বিক্রয়ের খেত্রে ক্রেতাদেও চাহিদা ও আকর্ষন থাকায় এবছর জেলায় বড় আকৃতির গরুগুলো নিরাপদ উপায়ে লালন পালন করছে খামারিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়