দুদকের মামলায় কালুখালী এলজিইডি’র ইঞ্জি: আবুল হোসেন, সার্ভেয়ার ও ঠিকাদারসহ ৬জন কারাগারে
- Update Time : ১১:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ২৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দুর্র্ণীতি দমন কমিশন (দুদক) মামলায় আ.লীগ নেতা, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার ও ঠিকাদারসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত বুধবার বিকালে বিশেষ আদালতের দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাঃ জাকিয়া সুলতানা জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
অভিযুক্তরা হলেন, রুমি এন্ডার প্রাইজের সত্বাধিকারী ও কালুখালীর চরকুলটিয়া গ্রামের আতর আলীর ছেলে মোঃ আশরাফ উদ্দিন, নাসিম এন্ড ব্রাদার্স এন্টার প্রাইজের সত্বাধিকারী ও পাকশিয়া গ্রামের ইসহাক আলী মোল্যার ছেলে মুকুল হোসেন, মেসার্স তাশরিফ এন্টার প্রাইজের সত্বাধিকারী ও রতদিয়া আড়পাড়ার একেএম ওয়াহিদুজ্জামানের ছেলে তৌফিক এলাহী, মেসার্স জাকির এন্টার প্রাইজের সত্বাধিকারী ও তফাদিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্যা, কালুখালী উপজেলা এলজিইডির সার্ভেয়ার ও কুষ্টিয়ার কালিশংকরপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শেখ মোঃ সফিকুল ইসলাম, সাবেক উপ-সহকারী প্রকৌশলী ও রাজবাড়ী সদরের হোসনেবাদ এলাকার মকছেদ আলী হাওলাদারের ছেলে মোঃ আবুল হোসেন।
মামলা সুত্রে জানাগেছে, দুদক সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক, বর্তমান ঢাকা প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং শাখার উপ-পরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে ২০২১ সালের ১৬ জুন মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক তদন্ত করেন। তদন্তে ২০১৬-১৭ অর্থ বছরে কালুখালী উপজেলা পরিষদের অধীনের মধ্যে অবস্থিত বিভিন্ন জায়গায় বাস্তবায়িত প্রকল্প সমুহের কাজের পরিমাপ গ্রহণের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ প্রকৌশলী টিম গঠন করা হয়। রুমী এন্টার প্রাইজের বাস্তবায়িত কালুখালী উপজেলা পরিষদের বারান্দা নির্মাণ কাজে ৪ লক্ষ ৭৩ হাজার ৩৯২ টাকা, নাসিম এন্ড ব্রাদার্স এন্টার প্রাইজের কালুখালী উপজেলার সোনাপুর মোড় হতে পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের আরএএইচডি ভায়া হাসপাতাল স্টেডিয়াম পর্যন্ত রাস্তা এইচবিবিকরণ প্রকল্পে ২৭ হাজার ২৭৬ টাকা, মেসার্স তাশরিফ এন্টার প্রাইজের কালুখালী উপজেলার মাজবাড়ী কলেজের সীমানা প্রাচীর (বাউন্ডারী) ওয়াল নির্মাণ প্রকল্পে২৫ হাজার ১৩১ টাকা, মেসার্স জাকির এন্টার প্রাইজের একই কাজের বাঁকী অংশ ৭২ হাজার ৯৯৭ টাকা, রাজিয়া এন্টার প্রাইজের কালুখালীর রতনদিয়া বাজারের সড়ক সিসি ঢালাই দ্বারা উন্নয়ন কাজ সহ ৯ লক্ষ ৫১ হাজার ৭৩৯ টাকা আতœসাতের দায়ে গত ৮ জুন আদালতে পেনাল কোর্ডের ৪০৯/১০৯ তৎসহ দুর্ণীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় চার্জশীর্ট দাখিল করেন।
রাজবাড়ীর দুদকের পিপি এ্যাড. বিজন কুমার বোস বলেন, দুদকের দায়েরকৃত মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিতে আসলে ৬ জনকে কারাগারে প্রেরণ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়