রাজবাড়ীর সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাঃ এসএ মালেক আর নেই
- Update Time : ০৫:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস এ মালেক গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আকষ্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। রাজধানী ঢাকার কলাবাগানে নামাজে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, রাজবাড়ীর বিশিষ্ঠ হেমিও চিকিৎসক ইয়াহিয়ার বড় মেয়ের জামাতা হলেন, ডাঃ এসএ মালেক। বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামীলীগকে রাজবাড়ীতে সুসংহত করতে ১৯৬৪ সালে এসএ মালেক রাজবাড়ীতে আসেন। তিনি ১৯৭৩ সালে রাজবাড়ী-১ আসনের এমপিও নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত রাজবাড়ীর রাজনৈতিক অংঙ্গণে তার প্রভাব ছিলো। অনেক ক্ষেত্রেই তার নির্দেশনা গুরুত্ব দেয়া হতো।
ডাঃ এস এ মালেকের মৃত্যুতে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নানা কর্মসূচীও গ্রহণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়