রাজবাড়ীতে সনাকের আয়োজনে দুই দিন ব্যাপি তথ্য মেলা উদ্বোধন
- Update Time : ০৮:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১২৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“তথ্যই শক্তিঃ জানবো, জানাবো,দুর্ণীতি রুখবো” -এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে দুই দিন ব্যাপি তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে ও রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শহরের আজাদী ময়দান মাঠে মেলার উদ্বোধন জরা হয়। প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
রাজবাড়ী সনাকের সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাহাবুর রহমান শেখ, টিআইবি’র ঢাকা ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোঃ মাহানুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাকের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ও সানজিদা আক্তার।
দুইদিন ব্যাপি তথ্য মেলায় টিআইবি, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা তথ্য অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পরিবার পরিকল্পনা সহ ২৮ স্টল অংশ গ্রহন করে। পরে আগত অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়