রাজবাড়ীতে হাওয়াইয়ান গিটারের মুর্ছনায় মাতলো শ্রোতা
- Update Time : ১১:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিশেষ বাদ্যযন্ত্র হাওয়াইয়ান গিটারের সুরের মুর্ছনায় ভেসেছে রাজবাড়ীর শ্রোতারা। রাজবাড়ীর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অরুণোদয়ের উদ্যোগে ‘যন্ত্র বাজাও অন্তর জাগাও, অন্তরে অন্তরে’ প্রতিপাদ্য হাইয়ায় গিটার বাজানোর পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে পঞ্চ নদীর মিলনোৎসব অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যা রাতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তৃতা করেন, জেলা পরিষদের প্রশাসক ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস। সে সময় অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। রাজবাড়ীর কৃতিসন্তান সদ্য প্রয়াত আইনজীবী সৈয়দ রফিকুছ সালেহীন অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে।
পরে “আজি শুভদিনে পিতারও ভবনে, আমৃত সদনে চল যাই ——-” “যখন পরবে না মর, পায়ের চিহ্ন এই বাটে——-”, “তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই——-” গানের হাওয়াইয়ান গিটারের সুরের মুর্ছনায় হলরুমে আগত কয়েক শতাধিক শ্রোতা মুগ্ধ হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়