রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
- Update Time : ০৯:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এ নিশ্চয়তা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় রাজবাড়ী আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মাৎ জাকিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার নাজনীন রেহেনা।
অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চৌধুরী মাহবুবুর রহমান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস, পাবলিক প্রসিকিউটর এ্যাড. উজির আলী শেখ, রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর এ্যাড. রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, প্যানেল আইনজীবি এ্যাড. সৈয়দ মনোয়ারুল হক, এ্যাড. পিলা রানী সেন প্রমুখ। সঞ্চালনা করেন, সহকারী দায়রা জজ মিলন আলী।
এছাড়াও গোয়ালন্দ, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশায় পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালিত হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়