ছাত্রদলের বিক্ষোভ শেষে রাজবাড়ীতে ককটেল বিস্ফোরণ, ৭ ককটেল উদ্ধার, আটক ২ : দু’পুলিশ সদস্য আহত

- Update Time : ১০:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ২৪০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই জন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রবিবার বিকাল ৪টার দিকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়ীয়ার সোনারামপুরের ছাত্রদল নেতা নয়ন নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে পুলিশ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের পাশ^বর্তী পৃথক দুটি স্থান থেকে ৭টি লাল স্কসটেপে মোড়ানো ককটেল উদ্ধার করার পাশাপাশি ২ জনকে আটক করে।
এরআগে দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা ব্রাহ্মণবাড়ীয়ার সোনারামপুরের ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল উঠতে গেলে পুলিশি বাঁধার মুখে পরে এবং মিছিলকারীরা দলীয় কার্যালয়ে ফিরে যায়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন। সে সময় জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানায়, দলীয় প্রোগ্রাম শেষে ছাত্রদল নেতাকর্মীরা যাবার সময় উচ্ছৃঙ্খল আচরণ করে। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা এবং কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এএসআই রাসেদুল ও পুলিশ কনষ্টেবল হাসান আহত হয়। রাসেদুলকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েও আহত হাসানকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক ভাবে দুই জনকে আটক করা হয়। সেই সাথে ঘটনাস্থল ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশ থেকে হাতে তৈরি ৭টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়