গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাগাড়,৩৫ হাজার টাকায় বিক্রি
- Update Time : ০১:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১০৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীর মোহনায় জেলে নুরাল হালদারের জালে আজ রবিবার ভোর ৫ টার দিকে ২৭ কেজি ওজনের ১টি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া বাজারে অবস্থিত কেসমত মোল্লার মাছের আড়ত থেকে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃচান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় কিনেন নেয়।
জেলে নুরাল হালদার জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোন মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় হতাশ ছিলাম।নদীতে পানি কমায় অনেক দিন পর আজ রোববার ভোর ৫ টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জাল ফেললে ২৭ কেজি ওজনের একটি বাগাড় মাছটি ধরা পরে।
এর আগে রোববার খুব ভোরে নুরাল হালদার ও তার দল পদ্মা নদীতে মাছ শিকার করতে যায়। দীর্ঘক্ষণ কোন মাছ নাা পাওয়ায় তারা হতাশ হন। পরে তারা বাড়ি ফিরে যাবার মনস্থীর করে শেষবারের মতো মনে করে নদীতে জাল ফেলেন। জাল গুটিয়ে নৌকায় তোলার সময় কয়েকবার বড় ঝাকি দিলে তখনই বুঝতে পারেন বড় কোন মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ। পরে মাছটি ভোর সাড়ে ৬ টার দিকে বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার কেসমত মোল্লার ঘরে। সেখানে প্রকাশ্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যাবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, ভোর ৬ টার দিকে কেসমত মোল্লার আড়ত ঘর থেকে নিলামে অংশ নিয়ে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় কিনে নেই। মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রাখলে উৎসুক জনতা দেখতে ভীড় করে।
মোঃ চান্দু মোল্লা আরো বলেন, অনেক দিন পর পদ্মা নদীতে এত বড় বাগাড় মাছ পাওয়া গেছে। এতে জেলেরা যেমন খুশি হয়েছেন, আবার আমরাও খুশি হয়েছি। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে । মাছটির দাম কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলে বিক্রি করা হবে বলে তিনি জানান।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানির কমেছে । বেশ কিছুদিন পর ২৭ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়