গলায় কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিলেন গৃহবধূ
- Update Time : ১০:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় বালি ভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূ। তিনি বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের মৃত গণি মন্ডলের স্ত্রী। তাকে উদ্ধারে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মোকারম হোসেন মোল্যা বলেন, আজ রোববার দুপুর ১টার দিকে ওই গৃহবধূ বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হয়ে যান। বাড়ির কাছেই গড়াই নদীতে গিয়ে কলসিতে বালি ভর্তি করে তা গলায় পেচিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে পথচারী মহিলা দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেওয়া হলে তারা নৌকা যোগে বিকাল সাড়ে ৩টা থেকে উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করেন।
তিনি আরও বলেন, ইতোপূর্বে ওই গৃহবধূ একাধিকবার বিভিন্নভাবে আত্মহত্যা করার চেষ্ঠা করছেন। সূত্র-আমাদের সময়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়