গোয়ালন্দে পদ্মা নদী চর হতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৫ ব্যাক্তি গ্রেপ্তার,ড্রেজার মেশিন জব্দ
- Update Time : ১০:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ৮৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দে পদ্মা নদীর চর হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ ব্যাক্তিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার -পূর্বগ্রাম (দক্ষিনপাড়া) এলাকার মৃত আঃ নুর বেপারীর ছেলে আক্তার হোসেন বেপারী(৪৭), রাজবাড়ী সদর উপজেলার কাকিলদাইর এলাকার আতর আলী শেখ এর ছেলে মোঃ শহিদুর রহমান (৫০), গোয়ালন্দ উপজেলার-মজিদ শেখের পাড়া এলাকার মৃত মাখন কীর্তনীয়ার ছেলে জগদীশ সরকার (৫০), দৌলতদিয়া বাজার এলাকার মৃত আঃ রশিদ বেপারীর ছেলে আবুল কালাম আজাদ (৪২) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমুল্লা এলাকার মৃত মালেক শিকদারের ছেলে মোঃ আরিফ শিকদার (৪৭)।
থানা পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্নেশন নামক এলাকায় পদ্মা নদীর মধ্যে হতে বেশ কিছুদিন ধরে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এ সংক্রান্ত অভিযোগ পেয়ে শুক্রবার বিকেল সারে ৪ টার দিকে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহত ১টি অবৈধ ড্রেজিং মেশিন ও ৭০ মিটার পাইপ জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়