৯০ বছর বয়সেও স্টেজ মাতালেন কাঙালিনি সুফিয়া, মুগ্ধ অতিথি ও দর্শকরা

- Update Time : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৪৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
৯০ বছর বয়সেও পূর্ণ যৌবনের মতো গান গেয়ে স্টেজ মাতালেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী রাজবাড়ীর কাঙালিনি সুফিয়া।
রবিবার রাত ৯টার দিকে শহরের আজাদী ময়দানে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক উৎসবের শেষ ও ৫ম দিনে তিনি এ গান পরিবেশন করেন।
এ সময় কাঙালিনি সুফিয়া “পড়ানের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, কখন আছে কখনও নাই ভরসা যে নাই এবং ওহ মাঝিরে” এই তিনটি গান পরিবেশন করেন।
খ্যাতনামা এই শিল্পীর গানে মুগ্ধ হয়ে সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস সহ দর্শকরা উপহার স্বরুপ অর্থ প্রদান করেন।
এদিকে বাংলার কৃষ্টি কালচার ও ঐহিত্য উপস্থাপনের মাধ্যমে রাজবাড়ীতে ১ ফেব্রুয়ারী শুরু হওয়া ৫ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শেষ হয় সোমবার।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ীর সহযোগিতায় শহরের আজাদী ময়দানে এ উৎসবে জেলা ও ঢাকাসহ প্রায় ৩৫ টি সংগঠন তাদের পরিবেশনার মাধ্যমে গান, নৃত্য, আবৃত্তি, নাটক, পাপেট ও বাদ্য যন্ত্রের ঝনঝনানি উপস্থাপন করেছেন।
জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বলেন, টাকা দিয়ে গুনি শিল্পীর মূল্যায়ন হয় না। তারপরও গানে মুগ্ধ হয়ে সামান্য কিছু টাকা উপহার দিলেন। তবে জেলা পরিষদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে। উনি ৯০ বছরে যে ভাবে গান গাইলেন, কেউ ৬৫ বছরে এভাবে পারবে না। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাদক, সন্ত্রাস দুর করা সম্ভব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ বলেন, রাজবাড়ী বাসী ভাগ্যবান, কাঙালিনি সুফিয়ার মতো একজন গুনি শিল্পীর গান তারা সরাসরি শুনতে পান। এ বয়সেও তিনি গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন। জেলা প্রশাসন সব সময় তার পাশে আছে। কিছুুুদিন আগে সাহিত্য মেলায় তিনি গান পরিবেশ করেছেন। সরকার আলীপুরে ইউনিয়নে তার একটি বাড়ী করে দিয়েছেন। এখন তার প্রত্যাশা অনুযায়ী সেখানে সুফিয়া একাডেমি করার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। খুব দ্রুত সেটি দৃশ্যমান হবে।
তিনি আরও বলেন, ৫ দিন ব্যাপী এ উৎসব সবাই উপভোগ করেছে। রাজবাড়ী যে সংস্কৃতির জেলা তার প্রমান আবারও হলো। এ জেলার এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন বলেন, আবেগ কাজ করেছে বলে টাকা উপহার দিয়েছেন। তাছাড়া কিছুনা। কাঙালিনি সুফিয়া রাজবাড়ীর গর্ব। বয়স হলেও তিনি গান ভোলেন নাই। এখনও নেচে নেচে গান গান। আসলে তার কন্ঠে যাদু আছে।
বাউল শিল্পী কাঙালিনি সুফিয়া বলেন, আমার বয়স ৯০ বছর। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আর আগের মত গাইতে পারি না, তবে চেষ্টা করি। এখন আমার মেয়ে আমার সাথে সহযোগিতা করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়