প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার বিচারের দাবীতে রাজবাড়ীতে মহিলা পরিষদের স্বারকলিপি প্রদান
- Update Time : ০৭:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / ১০৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের এক প্রতিবন্ধী শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ওই ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দারে করা হয়েছে। এ যৌন নিপীড়ন এবং ধর্ষনের অপচেষ্টার প্রতিবাদে ও সঠিক তদন্ত অন্তে ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক পৃথক ভাবে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা ও লিগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন সালমা স্বাক্ষরিত ওই স্মরকলিপিতে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর জনৈক রফিক এর বন্ধু সালাম, পিতা মোহাম্মদ মন্ডল, থানা: খোকসা, উপজেলা: খোকসা, জেলা : কুষ্টিয়া, শিশুটিকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে।
এই ঘটনায়, ইতিমধ্যে ভিকটিমের মাতার মৌখিক বর্ণনা অনুযায়ী থানায় জি আর ৫৭৩/২২ নং মোকদ্দমা দায়ের হয়েছে। উল্লেখ্য পুলিশ প্রশাসন, আসামীকে গ্রেপ্তার করায় ও বিচারে সোপর্দ করার ভূমিকা প্রশংসিত হয়েছে। ভিকটিম মেয়ে ও তাঁর পরিবার এবং ঘটনাস্থলে আমরা সরেজমিনে তদন্ত করি। ঘটনা প্রবাহে স্পষ্ট যে ভিকটিমের মায়ের ওপর প্রলোভন এবং নানা ধরনের হুমকি রয়েছে। শিশু কন্যাটি রাজবাড়ীর একটি স্কুলের ছাত্রী। ঘটনাটির সুষ্ঠু তদন্ত অন্তে সঠিক চার্জশিট প্রদানের মাধ্যমে আসামীর ন্যায়বিচার সম্পন্ন করার সহায়তা প্রদানে মর্জি হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়