রাজবাড়ী জেলা শহরের ২ ক্লিনিক ও ১ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

- Update Time : ০৫:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১৯৫ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলার বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ২টি ক্লিনিক ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ধারায় প্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ নবায়ন না থাকা ও পর্যাপ্ত দক্ষ জনবল না থাকা সহ সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অভিযোগে শহরের আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, লাইফ কেয়ারকে ৫ হাজার ও ডা. রতন ক্লিনিককে ২০ হাজার টাকা সহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন ,মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুল গাফ্ফার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আক্কাস আলী, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক সহ জেলা পুলিশের একটি টিম
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়