কবি উম্মে সালমা তানজিয়ার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘তবুও জীবন অগাধ’র প্রকাশনা উৎসব

- Update Time : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কবি উম্মে সালমা তানজিয়ার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘তবুও জীবন অগাধ’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী শিল্পকলা একাডেমীর মিলনায়তনে রাজবাড়ী সোসিও কালচারাল ফোরামের আয়োজনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের যুগ্মসচিব সাগরিকা নাসরিন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল মোর্শেদ আরুজ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য শিল্পীরা কবি উম্মে সালমা তানজিয়াসহ অতিথিদের বরণ করে নেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য উস্মে সালমা তানজিয়া জন্ম গ্রহণ রাজবাড়ী পাংশা উপজেলাতে। তিনি রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল মোর্শেদ আরুজের বোন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়