রাজবাড়ী জেলা শহরের হরিসভায় রাস্তা নিয়ে মারামারি মামলায় গ্রেপ্তার ১
- Update Time : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ২২৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার লক্ষীকোলে রাস্তা নিয়ে বিরোধ মামলার আসামী মোঃ জামাল ফকির (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত জামাল ফকির লক্ষীকোল হরিসভার মৃত আইজদ্দিন ফকিরের ছেলে।
মামলা সুত্রে জানাগেছে, মামলার বাদি লক্ষীকোল হরিসভার মৃত আনদার প্রামানিকের ছেলে মোঃ আব্দুল আজিজ প্রামানিক (৬১)র প্রতিবেশী জামাল ফকিরের পরিবার। আজিজ প্রামানিকের বাড়ী থেকে বের হওয়া রাস্তা নিয়ে ওই পরিবারের সাথে বিরোধ ও শত্রুতা চলে আসছে। চলতি মাসের ১৫ তারিখ দুপুর আড়াইটার দিকে আজিজ প্রামানিক ভ্যানগাড়ীতে করে ইটের খোয়া এনে রাস্তায় দিতে থাকলে আসামী জামাল ফকিররা পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠি-সোটা নিয়ে তাতে বাধা দেয়। এ সময় আজিজ প্রামানিক প্রতিবাদ করলে আসামীরা একযোগে আক্রমন করে এলোপাথাড়ী ভাবে কিলঘুষি লাথি মেরে জখম করে তাকে মাটিতে ফেলে দেয়। সে সময় তার চিৎকারে তার ছোট ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৩) এগিয়ে আসলে জামাল ফরিকরা লোহার রড দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে কপালে লেগে সিরাজুল গুরুতর আহত হয়। ঘটনার সময় তাদের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায় আসামীরা। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে খুন করার হুমকি দিয়ে জামাল ফকিররা চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সে সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিরাজুল ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মামলার আসামীরা হলো, রাজবাড়ী পৌর এলাকার লক্ষীকোল হরিসভার মৃত আইজদ্দিন ফকিরের ছেলে মোঃ জামাল ফকির (৪৭), তার স্ত্রী মর্জিনা বেগম (৪২), ছেলে মামুন ফকির (২০), রাকিব ফকির (২৫), রাকিবের দাদী কাজলী বেগম (৬৮), আশিক (৩৫), তার স্ত্রী পারভীন বেগম (৩০)।
এদিকে আহত সিরাজুল ইসলাম এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়ে বলেন, তার বাবা ও তাকে মেরে জখম করা হয়েছে। এটা ছিলো পূর্ব পরিকল্পিত।
রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা জানান, এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়