গোয়ালন্দে আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

- Update Time : ১০:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ৫৮ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন কর্মকর্তারা । খেলাটি ২-২ গোলে ড্র হয়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ খেলাটির আয়োজন করে আইএফআইসি ব্যাংকের গোয়ালন্দ শাখা।
এ প্রীতি খেলায় ব্যাংকের গোয়ালন্দ শাখার পাশাপাশি ঢাকা,নারায়ণগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ হতে আসা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
লাল দলের নেতৃত্ব দেন ব্যাংকের গোয়ালন্দ শাখার ব্যাবস্হাপক মোঃ ইমরান খান। তার দলের অপর খেলোয়াড়রা হলেন নারায়ণগঞ্জের রুপগন্জ শাখার ব্যাবস্হাপক নুর-এ-এলাহী, গোয়ালন্দ শাখার লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট অফিসার আব্দুল বারী, কাষ্টমার সার্ভিস ম্যানেজার আনিসুর রহমান , চাঁপাইনবাবগঞ্জ শাখার মার্কেটিং & সেলস অফিসার মোঃ জহুরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগন্জ উপ-শাখার টিএসও নাফিউল ইসলাম।
সবুজ দলের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যাবস্হাপক মোঃ মাসুম বিল্লাহ। তার দলের অপর খেলোয়াড়রা হলেন চাঁপাইনবাবগঞ্জ শাখার ক্রেডিট এডমিন & এনপিএল ম্যানেজমেন্ট অফিসার আসাদুজ্জামান আল ফারুক, কাষ্টমার সার্ভিস ম্যানেজার সোহেল রানা, চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী উপ-শাখার অফিসার ইনচার্জ শাকিল জিবরান, গোয়ালন্দ শাখার কাষ্টমার সার্ভিস অফিসার মোঃ সাদাকুল্লা, ঢাকার আই.আই.এস কনসালটেন্ট বিডি লিঃ ম্যানেজার গোলাম মাওলা এবং চাঁপাইনবাবগঞ্জ শাখার কর্মকর্তা আজিম খান।
গোল ৪ টি করেন সবুজ দলের হয়ে মাসুম বিল্লাহ ও গোলাম মওলা এবং লাল দলের নুর-এ-এলাহি ও আঃ বারী।
প্রীতি ম্যাচ পরিচালনায় সহযোগিতা করেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শামীম শেখ ও ক্রীড়া সংগঠক মোঃ রেজাউল মুন্সি।
এ বিষয়ে গোয়ালন্দ শাখার ব্যাবস্হাপক মোঃ ইমরান খান জানান, ব্যাক্তিগত সফরের অংশ হিসেবে কর্মকর্তারা গোয়ালন্দ সফরে এসেছেন। তারা পদ্মা নদীতে ভ্রমনসহ গোয়ালন্দের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হান ঘুরে দেখেন।সফরে বিনোদনের অংশ হিসেবে সকালে তারা এ প্রীতি ফুটবল খেলার অংশ নেন। গোয়ালন্দ পরিদর্শনে এসে এখানকার সার্বিক বিষয়ে কর্মকর্তারা অনেক প্রশংসা করেন বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়