দাদার সাথে চা খেতে গিয়ে পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

- Update Time : ০৭:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ১৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় দাদার সাথে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউবাজার এলাকার সৌদি প্রবাসী সেলিম শেখের ছেলে।
রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নে বউ বাজারে শাহাদুলের চায়ের দোকানে বিদ্যুৎস্পৃর্ষের ঘটনা ঘটে।
আব্দুল্লাহর দাদা মোঃ জনাব আলী শেখ বলেন, প্রতিদিনের ন্যায় নাতিকে নিয়ে বাড়ির পাশর্^বর্তী বউ বাজারে শাহাদাৎ ওরফে শাহাদুলের চায়ের দোকানে চা খেতে যান। এসময় চা বানানো ইলেট্রিক হিটার জগ টেবিলের উপর রাখা ইস্টিলের ট্রেরের সাথে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় শিশু আব্দুল্লাহ। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার এসআই মোঃ মাহবুব হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিততে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়