পরীক্ষা খারাপ হওয়ায় কালুখালীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
- Update Time : ০৯:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ৩১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় রাফিন মুনতাসির নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।
সে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর (নশরত শাহী) গ্রামের সাবেক ইউপি সদস্য শাজাহান আলীর ছেলে ও চলমান এসএসসি পরীক্ষার্থী। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসসি (গণিত) পরীক্ষা খারাপ হওয়ার কারণে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর (নশরত শাহী) গ্রামের বাড়ীতে ফিরে পরীক্ষার্থী রাফিন মুনতাসির ঘরে থাকা ঘাস মারা বিষ পান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাংশা হসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত শনিবার রাতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ^াস বলেন, কালুখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়