কালুখালীতে র্যাবের হাতে অস্ত্রসহ চাঁদাবাজ মাস্তান শামীম গ্রেপ্তার
- Update Time : ১১:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে গুটি শামীম ওরফে মাস্তান শামীম (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে কালুখালী উপজেলার পূর্বফুল কাউন্নাইর (মাঝবাড়ী) গ্রামের মোঃ হাসু মিয়ার ছেলে।
র্যাব -৮ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তি জানায়, বিগত কিছুদিন ধরে রাজবাড়ীর কালুখালী থানা এলাকায় স্থানীয় নিরীহ লোকজনকে হুমকি দিয়ে চাঁদা উত্তোলন করছিল কিছু কুখ্যাত চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। এ সকল ঘটনা র্পযবক্ষেণ করে র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসির সার্বিক তত্ত্বাবধানে কোম্পানী অধিনায়ক লেফট্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসির সার্বিক বলেন, সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৬টায় কালুখালী থানার মাঝবাড়ি ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে গুটি শামীম ওরফে মাস্তান শামীম তার নিজ বাড়িতে অস্ত্র ও মাদক বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছিল।
ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে গুটি শামীম ওরফে মাস্তান শামীমের হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান, একটি হাতে তৈরি চাইনিজ কুড়াল, দুইটি ধারালো চাকু, ৯৮ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের ফলে এলাকায় সাধারণ জনগণের মধ্যে স্বস্থি ফিরে এসেছে এবং তাদের মধ্যে থেকে সন্ত্রাসভীতি দূর হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র এবং মাদক নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়