পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠত
- Update Time : ১০:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের রাধা গোবিন্দ জিঁউর মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্ত।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস। সহ- সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে ও সদর উপজেলার পক্ষে বর্ণাঢ্য র্যালী রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে।
এ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্ত সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের অধ্যক্ষ সুশীল দত্ত তাপস সভাপতি ও ডাঃ সমীর কুমার দাস সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করেন।
অনুষ্ঠান শেষে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নব- নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়